সাথী দাস, পুরুলিয়া, ৯ জুন: পুরুলিয়ায় করোনা পজিটিভের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ জন। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৩ জন। যা অনেকটা উদ্বেগজনক হলেও আক্রান্তদের অনেকেই উপসর্গহীন এবং পরিযায়ী। এদিন এক জনকে উপযুক্ত চিকিৎসার জন্য জেলার বাইরে স্থানান্তরিত করা হয়েছে। কোনও করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়নি বলে জানানো হয়েছে।
এদিকে নতুন করে রিপোর্ট পজিটিভ আসতেই তাদের কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এদিন রিপোর্টে জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে অধিকাংশ মহারাষ্ট্র ও দিল্লি থেকে ফেরা পরিযায়ী শ্রমিক।
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জেলাবাসীকে অযথা আতঙ্ক বা গুজব না ছড়ানোর অনুরোধ করা হয়েছে এবং সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।