স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ জুন
১০০ দিনের কাজকে ২০০ দিনের কাজ করার দাবি জানাল কৃষক ক্ষেতমজুর ইউনিয়ন। পাশাপাশি কৃষিকাজকে ১০০ দিনের কাজের আওতাভুক্ত করার দাবি এবং ত্রাণের টাকা নিয়ে দলবাজির অভিযোগ তুলল সিপিএমের সংগঠন সারা ভারত কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়ন। আজ শান্তিপুরের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
ত্রাণের টাকা অনেকে পায়নি এবং ত্রাণের টাকা নিয়ে দলবাজি হচ্ছে এই অভিযোগে আজ গয়েশপুর পঞ্চায়েতে সিপিএমের সংগঠন সারা ভারত কৃষক সভা এবং ক্ষেতমজুর ইউনিয়ন থেকে গয়েশপুর পঞ্চায়েত প্রধানের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। পাশাপাশি তারা আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত তাঁত শিল্পীদের তালিকাভুক্ত করার কথা বলে। শ্রমিকদের স্বার্থে ১০০ দিনের কাজকে ২০০ দিনের করার কথাও বলা হয়। এছাড়া ১০০ দিনের কাজের সঙ্গে কৃষিকাজকে যুক্ত করার দাবিও জানানো হয়।