পূর্ব মেদিনীপুরে আমফান ও লকডাউনে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের দাবি কৃষক সংগ্রাম পরিষদের

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ মে: আমফান ঝড় ও লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুর জেলার চাষিদের ক্ষতিপূরণের দাবি জানাল কৃষক সংগ্রাম পরিষদ। জেলা শাসকের কাছে চিঠি দিয়ে এই দাবি জানানো হয়েছে।

গতকাল পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক এক বিজ্ঞপ্তি জারি করে আমফানে জেলার ৩১৯৯টি মৌজার মধ্যে ৩১০০টি মৌজাকে ক্ষতিগ্রস্থ মৌজা হিসাবে ঘোষণা করেছেন। কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ক্ষতিগ্রস্ত মৌজার সমস্ত কৃষককে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন জেলা প্রশাসনের কাছে।

প্রসঙ্গত উল্লেখ্য, জেলায় ১লক্ষ ৩০ হাজার ১৯৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল, নিম্নচাপ ও আমফানে ৫৪ হাজার ৬৮২ হেক্টর জমি চাষ নষ্ট হয়েছে। চার হাজার হেক্টর জমিতে পান চাষ হয়েছিল, এরমধ্যে ৩২০০ হেক্টর জমির পানের ক্ষতি হয়েছে। দুই হাজার হেক্টর জমিতে ফুল চাষ হয়েছিল, এর মধ্যে ১ হাজার ৫০ হেক্টর জমির ফুলচাষের ক্ষতি হয়েছে। ৮১৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছিল, এর মধ্যে ৪৯২০ হেক্টর জমির সবজি চাষ নষ্ট হয়েছে। জেলায় ১৫ হাজার ৩২৫ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছিল, এর মধ্যে ১৩,০৫০ হেক্টর জমির বাদাম চাষ নষ্ট হয়েছে। তিল চাষ হয়েছিল জেলায় ২৬৪০ হেক্টর জমিতে। ক্ষতি হয়েছে ১৯৮০ হেক্টর জমির। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১৭,৫০০ কোটি টাকা। ফলে ক্ষতি পূরণ না পেলে আগামী দিনে চাষ করা চাষিদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here