স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২১ জুলাই:
সাধারণ মানুষের সাথে যোগাযোগ আরো নিবিড় করতে অ্যাপস উদ্বোধন হলো কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার অফিসের কনফারেন্স হলে। এদিন ভরসা নামে অ্যাপস এর উদ্বোধন করেন কৃষ্ণনগর পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিদিশা কালিকা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার জানান, এই অ্যাপ এর মূল লক্ষ্য হল কারো যদি কোনও অভিযোগ থাকে, যদি কোনও দুর্ঘটনা হয় হাসপাতাল, রক্তের প্রয়োজন হয় সবকিছু এই অ্যাপসের মাধ্যমে জানানো যাবে। এই অ্যাপস এর মাধ্যমে যদি কেউ অভিযোগ জানায় তাহলে প্রথমে সেটা জিডি হিসাবে রেজিস্টার হবে। পরে সেটা স্থানীয় থানায় পাঠানো হবে। সিভিক ভলান্টিয়ার এবং পুলিশ এর মাধ্যমে এই অ্যাপস গ্রামের প্রত্যন্ত অঞ্চলে প্রচার করা হবে। এই অ্যাপস এর ফলে মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব অনেকটা কমবে বলে তিনি জানান।