
আমাদের ভারত, নদিয়া, ৫ অক্টোবর: প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের উদ্যোগে শুরু হল আস্থা অ্যাপ। আজ নদিয়ার কৃষ্ণনগরের পুলিশ সুপার জাফর আজমল কিদোইয়া এক সাংবাদিক সম্মেলনে জানান, গরিবদের সুরক্ষার জন্য কৃষ্ণনগরের প্রথমে চালু করা হল। বর্তমানে কৃষ্ণনগর শহর থেকে প্রবীণ নাগরিকদের ডাটাবেসে নাম নথিভুক্ত হয়েছে। কৃষ্ণনগর পুলিশ এদের সবসময় সাহায্য করবে। একজন নোডাল অফিসার থাকবেন সবসময় এই প্রবীণ নাগরিকদের সমস্যার সমাধানের জন্য। এখন আমরা এই কর্মসূচি কৃষ্ণনগর টাউন থেকে শুরু করেছি, কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকা থেকে শুরু হয়েছে। তবে আগামী দিনে জেলার সমস্ত থানায় আমরা এই কর্মসূচি শুরু করব।