
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ জুন: কৃষিকাজকে ১০০ দিনের কাজে অন্তর্ভুক্ত করার দাবি জানাল কৃষক সভা। আজ বামপন্থী সংগঠন কৃষক সভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন ১০০ দিনের কাজকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে ডেপুটেশন দেয় শান্তিপুর থানার হরিপুর পঞ্চায়েত প্রধানের কাছে। তাদের দাবি, কৃষিকাজকেও ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত করতে হবে।
পাশাপাশি এদিন কৃষকসভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে হরিপুর পঞ্চায়েত প্রধানের কাছে যেসব দাবিসমূহ নিয়ে বিক্ষোভ দেখানো হয় সেগুলো হল- দল না দেখে সকল গরিব মানুষকে ১০০ দিনের কাজ দিতে হবে, কৃষি ঋণ মুকুব করে নতুন করে কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে, প্রচেষ্টা প্রকল্পে আবেদনকারী সকল ব্যক্তিকে সরকার কর্তৃক ঘোষিত অর্থ দিতে হবে, এছাড়া নৃসিংহপুর স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নিয়োগ করে চিকিৎসা ব্যবস্থা চালু করতে হবে।