ক্ষত্রিয় সমাজের সাগরমেলার প্রস্তুতি

আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জানুয়ারি: সাগর মেলা উপলক্ষে অখিল ভারত ক্ষত্রিয় সমাজের তাঁবুতে পাঁচদিন ধরে সমস্ত মানুষের থাকা খাওয়া থেকে শুরু করে মানুষের সেবায় বিগত দশ বছর ধরে সেবাকার্য চলে। সেই উপলক্ষে আজ পশ্চিম মেদিনীপুর জেলার অখিল ভারত ক্ষত্রিয় সমাজের পক্ষে গোদাপিয়াশালের শৌলাতে একটি আলোচনা সভা হয় এবং শৌলা ইউনিট গঠন করা হয়৷

আজকের সভায় হুগলী থেকে দেবপ্রসাদ সিংহরায়, গোরাচাঁদ সিংহরায়,তন্ময় সিংহরায়, জেলার তরফে রাজীব সিংহ, আশীষ সিংহ, সন্দীপ সিংহ ও তন্ময় সিংহ উপস্থিত থেকে আজ সাগরমেলাতে অখিল ভারত ক্ষত্রিয় সমাজের কর্মসূচি প্রচার করেন। শৌলা গ্রামের তরফে অজিত সিংহ, বিশ্বজীত সিংহ, বিমান সিংহ, জয়দেব সিংহ, অরুণ সিংহ, শুভাশিস সিংহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here