রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী প্রয়াত

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ নভেম্বর: বামফ্রন্ট আমলের পূর্ত দপ্তরের মন্ত্রী ক্ষিতি গোস্বামী চলে গেলেন। বামফ্রন্টের অন্যতম শরিক আরএসপির দীর্ঘদিনের রাজ্য সম্পাদক ছিলেন ক্ষিতিবাবু। বর্তমানে তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ছিলেন। গলার সমস্যা জনিত কারণে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ভোর সাড়ে চারটে নাগাদ তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে ক্ষিতি গোস্বামী বয়স হয়েছিল ৭৬ বছর। ক্ষিতি গোস্বামীর পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতেই তিনি পরিবারের লোকজনের সঙ্গে ফোনে কথা বলেন। বুকে ব্যথা হচ্ছে বলে তাঁর স্ত্রীকে জানিয়েছিলেন বলে জানা গিয়েছে। ক্ষিতি গোস্বামী মৃত্যুতে রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। একজন বামপন্থী নেতা হিসাবে নয়, দল-মত নির্বিশেষে রাজ্যের রাজ্যবাসীর কাছে তিনি খুব জনপ্রিয় নেতা ছিলেন। সদা মিষ্টভাষী মানুষটির এইভাবে হঠাৎ চলে যাওয়ায় গভীর শোকের ছায়া বাংলার রাজনৈতিক মহলে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here