বঙ্গ কুম্ভ মেলা পরিষদের উদ্যোগে কল্যাণীতে কুম্ভস্নান

স্নেহাশীষ মুখার্জী, নদিয়া, ১০ ফেব্রুয়ারি: আজ থেকে শুরু হল নদিয়ার কল্যাণীর মাঝেরচর গৌরাঙ্গ প্রভুর ঘাটে কুম্ভ মেলা। বঙ্গ কুম্ভ মেলা পরিষদের উদ্যোগে আজ ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিন ধরে চলবে এই মেলা। মোট ১৩টি আখড়া ও ৪টি সম্প্রদায় যুক্ত রয়েছে এই মেলায়। ১৩ই ফেব্রুয়ারি শাহি স্নান হবে গঙ্গায়।

এবছর কুম্ভস্নানে কয়েকশো নাগা সাধু ও সনাতন ধর্মের বিভিন্ন আখড়া থেকে সন্তরা হাজির হবেন। ১০ ফ্রেব্রুরারি থেকে ১৪ ফ্রেব্রুরারি পর্যন্ত এই কুম্ভের আয়োজন করা হয়েছে। এর জন্য তৈরি হয়েছে কমিটি। তারমধ্যে সাধুরা যেমন আছেন, তেমনই রয়েছেন কল্যাণী পৌরসভার চেয়ারম্যান। জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসন এই মেলার সঙ্গে যুক্ত রয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here