
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৪ মার্চ: নোভেল করোনার জন্য সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ-টাকা ঝাড়গ্রাম জেলার জন্য বরাদ্দ করলেন বিজেপি সাংসদ কুনার হেমরম। এদিন তিনি জেলাশাসকের অফিসে যান। জেলাশাসক অফিসে না থাকায় অফিসে কর্মরত কর্মীর হাতে ওই টাকা তুলে দেন। মঙ্গলবার জেলা শাসকের অফিস থেকে বেরনোর পর এইকথা জানান সাংসদ।
তিনি বলেন, করোনার চিকিৎসার জন্য ও সরঞ্জাম কিনতেই এই টাকা বরাদ্দ করা হয়েছে। তাই এই টাকা কিভাবে খরচ করা হবে তা জেলাশসক সবটা ঠিক করবেন। জেলার প্রশাসনিক কর্তারাই ঠিক করুক সাংসদ তহবিলের টাকা কিভাবে খরচ হবে। তবে গরিব মানুষ যাতে করোনার সংক্রমনের হাত থেকে রক্ষা পায়। প্রশাসন এখন যেমন তাদের সাহায্য করছে এরকম সাহায্য যাতে চালিয়ে যান তার জন্য অনুরোধ জানান সাংসদ কুনার হেমরম।