
অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ মে:
অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনিতে পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলো কুড়মি সমাজের মানুষজন। যার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নব জোয়ার কর্মসূচি উপলক্ষে গজাসিমালের সভায় তৃণমূল কর্মীদের বাস আটকে পড়ে।
আটকে পড়ে পুলিশের গাড়ি। ওই রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই রাস্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। যার ফলে চিন্তায় পড়েছে পুলিশ প্রশাসন। বাড়ছে উত্তেজনা।