স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ ডিসেম্বর:
বাড়ি ফাঁকা থাকার সুযোগে নগদ টাকা ও সোনার গয়না মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল চোরেরা। নদিয়ার শান্তিপুরের সাহা পাড়ার বাসিন্দা গোপীনাথ সাহা বুধবার রাতে সপরিবারে শান্তিপুরে রাস দেখতে যান। অভিযোগ, বৃহস্পতিবার ভোর রাতে বাড়ি ফিরে গোপীনাথ বাবু দেখেন বাড়ির পিছনের দরজা ভেঙ্গে চোরেরা ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ ৩১ হাজার টাকা ও প্রায় ৪ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে। সঙ্গে সঙ্গে গোপীনাথ বাবু তার প্রতিবেশীদের খবর দেন।
প্রতিবেশীরা গোপীনাথবাবুর বাড়িতে এসে দেখেন যে সদর দরজা বাইরে থেকে বন্ধ থাকলেও ভেতরের গ্রিল ভেঙ্গে ঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢোকে দুষ্কৃতিরা। তারপর তারা আলমারির লকার ভেঙ্গে নগদ টাকা, সোনাদানা লুট করে চম্পট দেয়। এরপর তারা শান্তিপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।