শোভন-বৈশাখীর সোমবারের মিছিলের অনুমতি দিল না লালবাজার

রাজেন রায়, কলকাতা, ৩ জানুয়ারি: নতুন বছরের প্রথম সাপ্তাহিক কাজের দিনে দক্ষিণ কলকাতায় বিশাল রোড শো করতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সপ্তাহের প্রথম দিন অতিরিক্ত গাড়ি, বাইক নিয়ে মিছিল করলে যানজট তৈরি হতে পারে শহরে, এই কারণ দেখিয়েই মিছিলের অনুমতি দিল না লালবাজার।

সূত্রের খবর, বিজেপির তরফ থেকে ৮০টি গাড়ি ও ২০টি বাইক নিয়ে মিছিল করার অনুমতি চাওয়া হয়েছিল পুলিশের কাছে। কিন্তু পুলিশ প্রশাসন মনে করছে, গাড়ি ও বাইকের সংখ্যা বাস্তবে বেড়েও যেতে পারে।

শোভন-বৈশাখীর মিছিল শুরু হওয়ার কথা আলিপুর থেকে। তা ডায়মন্ডহারবার রোড, মাঝেরহাট ব্রিজ, মহাবীরতলা, টলিগঞ্জ, হাজরা ক্রসিং, চৌরঙ্গি হয়ে মুরলীধর লেন স্ট্রিটে রাজ্য বিজেপির সদর দফতর পর্যন্ত হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here