কলকাতা পুলিশ আবাসনে জৈবসার তৈরির অত্যাধুনিক মেশিন বসালো লালবাজার

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩ জানুয়ারি:
প্রথম কলকাতা পুলিশের আবাসনে জৈবসার তৈরি করার অত্যাধুনিক মেশিন বসালো লালবাজার। শুক্রবার আলিপুর বডিগার্ড লাইনে অত্যাধুনিক মেশিনের উদ্বোধন করেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। তিনি এদিন মেশিনের বোতাম টিপে অত্যাধুনিক মেশিন উদ্বোধন করেন কলকাতার নগরপাল।

তিনি বলেন, আমাদের আবাসন গুলিতেও প্রতিদিন বর্জ্র পদার্থ উৎপাদন হয়। আর এই মেশিন এবার এই বর্জ্র পদার্থ গুলিকে জৈবসার করে তুলবে। যা প্রতিদিন শহেরের গাছ পরিচর্যায় কাজে লাগবে বলে এদিন সাংবাদিকদের জানান অনুজ শর্মা। তবে তিনি আরও জানান শুধুমাত্র তিনটি আবাসনেই এইকাজ থেমে থাকবে না। আমরা ধীরে ধীরে কলকাতা পুলিশের প্রত্যেকটা আবাসনে এমন মেশিন বসাবো। কলকাতা পুলিশকে এই কাজে বিশেষ ভাবে সহায়তা করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here