রাতের কলকাতায় লালবাজারের হানা, আটক ২৯ যৌনকর্মী, ধৃত ৩০

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৯ ডিসেম্বর: রাত বাড়লেই শহর কলকাতায় নিষিদ্ধ যৌনতার হাতছানি। আর যৌনপল্লীতে নয়, খাস কলকাতার বিভিন্ন জায়গায় কাজের প্রলোভন দেখিয়ে মহিলাদের নিয়ে এসে আটকে রেখে জোর করে যৌন ব্যবসা করা হচ্ছে বলে খবর পান লালবাজারের গোয়েন্দারা। তার জেরেই রবিবার রাতে একযোগে শহরের ৪ জায়গায় তল্লাশি চালালেন লালবাজারে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের গোয়েন্দারা। সূত্রের খবর, যাদবপুর, ভবানীপুর, গড়িয়াহাট এবং নিউমার্কেটে হানা দিয়ে ৩০ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ২৯ জন যৌনকর্মীকে।

লালবাজার সূত্রের খবর, প্রথমে রবিবার রাতে যাদবপুরে প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি তিন তলার ফ্ল্যাটে হানা দিয়ে ৭ জন যৌনকর্মীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ৮ জনকে।

এরপর ভবানীপুরের ভগবান মহাবীর সরণিতে সুইট এন্ড সাওয়ার সেলুন এবং স্পা’তে হানা দিয়ে ১০ জন যৌনকর্মীকে উদ্ধার করা হয়। ৯ জন গ্রাহক, ২ জন দালাল এবং ১ জন ম্যানেজারকে গ্রেফতার করা হয়।

এরপর গড়িয়াহাটের রাসবিহারী অ্যাভিনিউয়ে হানা দিয়ে ৬ জন যৌনকর্মীকে উদ্ধার করা হয়। ২ জন গ্রাহক সহ ওই বাড়ির মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করা হয়। এরপর নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটেও গাইজ এন্ড ডল বিউটি পার্লারে হানা দিয়ে ৬ জন যৌনকর্মীকে উদ্ধার করা হয়। ৩ জন গ্রাহক, ২ জন দালাল-সহ ম্যানেজারকে গ্রেফতার করে নেওয়া হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here