আমাদের ভারত, আরামবাগ, ২১ জানুয়ারি:
পুকুর থেকে বেআইনি ভাবে মাটি বিক্রি করার অভিযোগ বেশ কিছু ব্যক্তিদের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিএলআরও দপ্তরের আধিকারিকেরা।পুকুর থেকে অন্যত্র যাতে মাটি কেউ না নিয়ে যায় সেটাও বন্ধ করে দেয় বিএলআরও দপ্তর। ঘটনাটি ঘটেছে আরামবাগের মাধবপুর অঞ্চলের কৃষ্ণবাটি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তির পুকুর থেকে জেসিপি করে মাটি তুলে অন্য জায়গায় বিক্রি করার অভিযোগ ওঠে মাটি মাফিয়াদের বিরুদ্ধে। এরপর এলাকাবাসীরা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বিএলআরও দপ্তরের আধিকারিকরা। খতিয়ে দেখেন পুকুর কাটার পারমিশন ও কাগজপত্র। এমনকি বেশ কিছু কাগজপত্রও ভুল ছিল। এরপরই নির্দেশ দেন পুকুর সংস্কার করার জন্য পুকুরের মাটি অন্যত্র নিয়ে যাওয়া যাবে না। বিএলআরও দপ্তরের আধিকারিকেরা জানান, কাগজ পত্র তদন্ত করে দেখা হচ্ছে।