ফেলে দেওয়া জিনিস দিয়ে ল্যান্ডস্কেপ, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উলুবেড়িয়ার কৈলাস

আমাদের ভারত, হাওড়া, ১৯ জানুয়ারি: দর্জির ফেলে দেওয়া দোকানের ছাঁট কাপড়ের টুকরো, শীতল পাটির টুকরো, খেজুর গাছের চেঁচালি, পেঁপের শুকনো ছাল দিয়ে ২৪ ইঞ্চি লম্বা ১৬ ইঞ্চি চওড়া ল্যান্ডস্কেপ তৈরী করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা পেল উলুবেড়িয়া তপনা শিবতলার বাসিন্দা কৈলাস পুরকাইত। মঙ্গলবার সংস্থার পাঠানো উপহার পৌঁছেছে তার বাড়িতে।

কৈলাস পুরকাইত জানান, বাড়িতে ও বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রীদের আঁকা শেখানোর মাঝেই নতুন কিছু করে দেখানোর ইচ্ছে হয়। সেইমত ফেলে দেওয়া জিনিস দিয়ে ১৬ ঘন্টায় বানিয়ে ফেলি ল্যান্ডস্কেপ। গত ১৬ নভেম্বর সেই ল্যান্ডস্কেপ সংস্থার দপ্তরে পাঠাই। গত ডিসেম্বরে সংস্থা আমার হাতের কাজের স্বীকৃতি দেয়। আর মঙ্গলবার সংস্থার তরফে পাঠানো মেডেল, শংসাপত্র সহ বিভিন্ন উপহার হাতে পাই। কৈলাস পুরকাইত জানান, ল্যান্ডস্কেপ বানানোর সময় কোনো রঙ ব্যাবহার করা হয়নি। 

One thought on “ফেলে দেওয়া জিনিস দিয়ে ল্যান্ডস্কেপ, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উলুবেড়িয়ার কৈলাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *