প্রয়াত প্রবীন সাংবাদিক চন্দ্রশেখর সরকার, স্মরণ সহকর্মীদের

আমাদের ভারত, কলকাতা, ৩০ জুন: বুধবার রাতে প্রয়াত হলেন প্রবীন সাংবাদিক চন্দ্রশেখর সরকার। বয়স হয়েছিল ৯৪। কাজ করতেন ‘দি স্টেটসম্যান’-এ। চাঁদুদা নামেই পরিচিত। সারমেয়প্রেমী, সুভদ্র, নির্বিরোধী সহকর্মীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেস ক্লাব কলকাতার সভাপতি ও সম্পাদক স্নেহাশিস সুর ও কিংশুক প্রামাণিক। স্মরণে স্মৃতির ঝাঁপি উপুর করে দিলেন অনুজ সাংবাদিকরা।

প্রাক্তন মুখ্যসচিব রথীন সেনগুপ্ত চেহারার সাদৃশ্যের জন্য নরম স্বভাবের, সদাহাস্যময় চাঁদুদাকে সম্বোধন করতেন লালবাহাদুর শাস্ত্রী বলে। ‘এই সময়’-এর সুগত বন্দ্যোপাধ্যায় জানান, ১৯৮৭-৮৮ সাল। দিনটা ছিল শনিবার। আমরা মহাকরণের প্রেস কর্ণারে আড্ডা মারছি। সরকারি অফিস ছুটি। তবে অফিসাররা অনেকেই আসতেন। রথীনবাবু চারটে নাগাদ নিজের ঘর থেকে বেড়িয়ে লিফটে উঠতে যাবেন। আমরা প্রেস কর্ণার থেকে বেড়িয়ে মুখ্যসচিবকে করিডোরে ধরলাম। আমি তখন খুবই জুনিয়র। পরিচিতি ছিল না। মুখ্যসচিব রথীনবাবু চাঁদুদাকে দেখে বললেন, কি লালবাহাদুর শাস্ত্রী? মুচকি হেসে চাঁদুদার একটাই প্রশ্ন, স্যার আজ কি হল? তুখোড় আমলা রথীনবাবুর ছোট্ট জবাব, নদীয়ায় তিনটে পড়েছে। বলেই লিফটে উঠে গেলেন। মোবাইল, পোর্টাল, টিভি চ্যানেলের যুগ তখন শুরু হয়নি। কষ্ট করেই খবর সংগ্রহ করতে হত। রথীনবাবুর এই সূত্র ধরেই মহাকরণের ডিজি পুলিশের কন্ট্রোল রুম থেকে সেই খবর উদ্ধার হল। নদীয়ায় কৃষক বিক্ষোভে পুলিশের গুলি। তাতেও চাঁদুদার ভূমিকা।

প্রাক্তন সহকর্মী, দি স্টেটসম্যান রঞ্জিত রায় জানান, আমাদের বন্ধুতার বয়স ঠিক ৫০ বছর। কাগজে যোগ দেওয়ার পর তিনি নানাভাবে আমাকে প্রশিক্ষিত করেছিলেন। বিশেষভাবে ভালোবাসতেন সরোদ আর সেতার বাজনা শুনতে। দেশের বড় বড় শিল্পীর সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল। বন্ধুবৎসল আমার প্রিয় মানুষটির আত্মার চির শান্তি কামনা করি। ঈশ্বর বৌদিকে এই আঘাত সহ্য করার শক্তি দিন।

‘দি টেলিগ্রাফ’-এর আর এক প্রাক্তন যশস্বী সাংবাদিক শুভ্র রায় স্মৃতিচারণে লিখেছেন, “চাঁদুদার খবরটা মন খারাপ করে দিল। সদ্য প্রয়াত বন্ধুবর সাংবাদিক উৎপল ব্যানার্জি চাঁদুদার কাছ থেকে একটি ডোবারম্যান কেনে এবং ওর বাড়ি গেলেই বলতো: ‘এই যে আমার চান্দু ব্র্যান্ড ডোবারম্যান।’ যেখানেই থাকুন ভালো থাকুন চাঁদুদা।”

ঘনিষ্ঠ আরও যে সব সাংবাদিক সামাজিক মাধ্যমে চাঁদুদাকে স্মরণ করেছেন, তাঁদের মধ্যে আছেন অনির্বান চৌধুরী, তরুণ গোস্বামী, জয়ন্ত চৌধুরী, মোরাররফ হোসেন, অচিন রায়, প্রসূণ আচার্য, দেবাশিস ভট্টাচার্য প্রমুখ। চাঁদুদার স্ত্রী প্রাক্তন সাংবাদিক শাশ্বতী সরকারকে জানিয়েছেন পাশে থাকার বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *