
আমাদের ভারত, ৩১ মার্চ: রামনবমীর দিন রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি, বিশৃঙ্খলা, সংঘর্ষ, আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। ফলে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা জানতে চেয়ে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতে গোটা পরিস্থিতির বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন সুকান্ত মজুমদার।
শুক্রবার বিকেল চারটে কুড়ি নাগাদ রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদকে ফোন করে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা জানতে চান অমিত শাহ। বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার বেশ কিছু এলাকায়। সেই গোলমাল সামাল দিতে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। গত রাতের পর শুক্রবার সকালেও বিক্ষিপ্ত উত্তেজনার খবর মিলেছে। এলাকায় নতুন করে গোলমাল এড়াতে র্যাপিড অ্যাকশন ফোর্সও নেমেছে। টহল দিচ্ছে পুলিশ। পুলিশের তরফে অ্যাসিস্ট্যান্স বুথ খোলা হয়েছে। গোলমালের ঘটনায় এখনও পর্যন্ত ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানাগেছে।
গতকাল ঘটনার পর থেকে রাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীদলগুলি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আমার কথা হয়েছে, পুরো বিষয়টি ওনাকে জানিয়েছি, উনি যথেষ্ট উদ্বিগ্ন। ওনাকে আমি এই বিষয়ে একটি চিঠিও পাঠিয়েছি। সেখানে যাতে এই ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ হয় এবং তদন্ত করার দাবিও জানিয়েছি। যারা এই ঘটনায় দোষী তারা যেন শাস্তি পায় তার দাবিও জানিয়েছি।” তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেটাও তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন।