ব্যারাকপুর আদালতে ল ক্লার্ক, টাইপিস্ট, আইনজীবীদের আন্দোলনে অনির্দিষ্টকালের জন্য অচলাবস্থা

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ ডিসেম্বর: আইনজীবী ও ল ক্লার্কদের আন্দোলনের জেরে অচলাবস্থা ব্যারাকপুর আদালতে। আদালতে নির্দিষ্ট বসার জায়গার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ব্যারাকপুর আদালতে কাজ বন্ধ করে আন্দোলনে নামলেন ল ক্লার্ক ও আইনজীবীরা। ঝাঁচকচকে ব্যারাকপুর কোর্টে নেই দুর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীদের বসার ব্যবস্থা। বাথরুম থাকলেও নেই জলের সুব্যবস্থা, রয়েছে ঘরের অভাব।

৩ তলা আদালতের পরিকাঠামোগত ত্রুটির কারনে কাজ বন্ধ করে আন্দোলনে নামলেন আইনজীবী, ল ক্লার্করা ও টাইপিস্টরা। যতদিন না ল ক্লার্কদের দাবি পূরন হচ্ছে, ততদিন পর্যন্ত কর্ম বিরতি চলবে বলে জানিয়ে দিয়েছেন ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা। এর ফলে চরম সমস্যায় পড়লেন আসামী ও বিচার প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *