
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ মার্চ:
পুরভোট না হলে অসুবিধে হবে কলকাতা পুরসভার পরিচালনার কাজ। কারণ কলকাতা পুরসভায় প্রশাসক বসাবার কোনও আইন নেই বলে জানান মেয়র ফিরাদ হাকিম। করোনার জেরে ভোট প্রক্রিয়া আপাতত স্থগিত। আগামী ৩০ মার্চের পর ফের পুরভোট নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। যদি সময়ে ভোট না হয় তাহলে কলকাতা পুরসভার আইন পরিবর্তন করতে হবে। তারপরেই কলকাতা পুরসভায় প্রশাসক বসতে পারবে বলে জানান কলকাতার মেয়র ফিরাদ হাকিম।
অন্যদিকে সময়ে ভোট না হলে বাংলার অন্য পুরসভায় এই জটিলতা নেই। সেখানে আইনে বলা হয়েছে ভোট না হলে প্রশাসক বসিয়ে পুরসভা পরিচালনা করা যেতে পারে বলে জানান ফিরাদ হাকিম। তবে রাজ্য সরকার সবটাই দেখছে বলে জানান তিনি। সময় মতো রাজ্য সরকার কলকাতা পুরসভার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানান কলকাতার মেয়র ফিরাদ হাকিম।