এটিএম থেকে টাকা চুরির চেষ্টা, জলপাইগুড়িতে ধৃত আইনজীবী

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১ ফেব্রুয়ারি: জলপাইগুড়ি সদর ব্লকের মালকানি বাজারের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কিয়স্ক গ্যাস কাটার দিয়ে কেটে টাকা লুটের চেষ্টার ঘটনায় একজনকে গ্রেফতার করল কোতোয়ালি থানায় পুলিশ। ধৃত যুবক একজন আইনজীবী।

১৩ জানুয়ারি ওই এটিএম লুটের চেষ্টা হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই আইনজীবীকে গ্রেফতার করে। ধৃতের নাম দীপঙ্কর সরকার। তাকে বার অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কার করা হয়েছে। ওই আইনজীবীকে মঙ্গলবার রাতে মোহিতনগর এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় পুলিশ। জামিন অযোগ্য ধারায় মামলা করে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দাবি পুলিশের। ধৃতের সঙ্গে আরও একজনকে সিসি ক্যামেরার দেখা যায়। বুধবার ধৃতকে জেলা আদালতে তোলা হয়। মালকানির এটিএম লুটের ঘটনায় ধৃতের সঙ্গে আর কারা কারা যুক্ত তাঁদের খোঁজ চলছে। পুলিশ জানায়, ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here