মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা

আমাদের ভারত, হাওড়া, ৮ মার্চ: মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। পাশাপাশি রঞ্জি ট্রফির ফাইনালের জন্য বাংলা দলকে শুভেচ্ছাবার্তা জানান রাজ্যের মন্ত্রী তথা বাংলা দলের প্রাক্তন অধিনায়ক। প্রাক্তন খেলোয়াড় সাফ জানিয়ে দেন, বিশ্বকাপে ভারত এবং রঞ্জিতে বাংলাই জিতবে। এরজন্য তিনি মানুষের কাছে দুটো দলকেই সমর্থন করার আবেদন জানান।

উল্লেখ্য, মহিলা দিবস উপলক্ষে আজ হাওড়া ব্রিজ থেকে কলকাতার ইডেন গার্ডেন পর্যন্ত একটি সাইকেল র‍্যালির আয়োজন করেছিলেন মন্ত্রী। হাওড়া ব্রিজ থেকে বালি, ডানলপ, শিয়ালদা, বালিগঞ্জ, যাদবপুর হয়ে র‍্যালি পৌছবে ইডেন গার্ডেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here