তৃণমূল ছাড়লেন ঝালদার নেতা সমীর মাহাতো

সাথী দাস, পুরুলিয়া, ৫ ফেব্রুয়ারি: দলত্যাগের ঘটনা আগেই শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসে। জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়ের পর এবার ঝালদা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক তথা বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের গতবারের প্রার্থী সমীর মাহাতো সেই পথেই পা বাড়ালেন। আজ সাংগঠনিক পদ এবং তৃণমূল দল ছাড়লেন ঝালদার নেতা সমীর মাহাতো। বেশ কয়েকদিন ধরে দলের কর্মসূচি, বৈঠক বা মিছিলে দেখা যেত না তাঁকে। আজ তার পদত্যাগে কি তারই ইঙ্গিত দিলেন তিনি। মনে করছেন ঝালদার একাংশ বাসিন্দা।

সমীর মাহাতো ২০১৬ সালে বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। যেখানে নেপাল মাহাতোর কাছে কয়েক হাজার ভোটে পরাজিত হলেও দলকে ও সংগঠনকে এক আলাদা জায়গায় পৌঁছে ছিলেন তিনি। আজ সেই সমীর মাহাতোর পদত্যাগে শাসক শিবির বেশ কোনঠাসা হয়ে পড়ল। যদিও সমীর মাহাতো জানান, “দলে আমার কোনও গুরুত্ব নেই। এমন একটা পদ সাধারণ সম্পাদক যেন একটা ফুলের মালা। মিটিং মিছিলে ডাকও পেতাম না। নিজেকে এই দলে থেকে অপমানিত বোধ হচ্ছিল। তাই, পদত্যাগ করলাম দল ও পদ থেকে। বিষয়টি জেলা নেতৃত্বকে জানিয়েছি।”
তবে, অন্যদলে যোগদান প্রসঙ্গে সমীর বাবু জানান, “আর  রাজনীতি নয় পরিবারের সাথে বাকি জীবনটা কাটাতে চাই।”

এই বিষয়ে ঝালদা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আলোক চ্যাটার্জি বলেন, “বিষয়টি জানা নেই। তবে, কী কারণে উনি  দল ও পদ থেকে পদত্যাগ করলেন তা আমার জানা নেই। আশাকরি বিষয়টি জেলা নেতৃত্ব দেখবেন ।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here