আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ জুন: গড়বেতা ৩ নং ব্লকের বিজেপির পশ্চিম মন্ডলের সহ সভাপতি পবিত্র মন্ডল, সম্পাদক তপন দে, যুব মোর্চার সম্পাদক সাগর দে, কয়েকজন বুথ সভাপতি সদানন্দ দে, গৌর সিং, শিবদাস প্রামাণিক সহ বেশ কিছু কর্মী পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। মেদিনীপুর ফেডারেশন হলে এই বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, বিধায়ক দীনেন রায়, বিধায়ক শিউলি সাহা সহ অন্যান্য নেতৃত্বরা।