টিভির পর্দায় মুখ দেখাতেই তৃণমূল সহ বাম, কংগ্রেস নেতারা কৃষি বিল নিয়ে আন্দোলন করছে, বললেন অর্জুন সিং

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ সেপ্টেম্বর:
টিভিতে মুখ দেখাতেই কৃষি বিল নিয়ে আন্দোলন করছেন তৃণমূলের নেতারা। সোমবার কলকাতায় এই ভাষাতেই রাজ্যের শাসক দলের নেতাদের কটাক্ষ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, কৃষি বিল নিয়ে সাধারণ চাষীদের কোনও বিরোধিতা নেই। রাজনৈতিক কারণেই এই বিলের বিরোধিতা করছে তৃণমূল।
প্রসঙ্গত, কৃষি বিল নিয়ে প্রতিদিন আন্দোলন করছে রাজ্যের শাসক দল। এদিন কলকাতায় কৃষি বিল এর বিপক্ষে রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান এর নেতৃত্বে পথে নেমেছে কংগ্রেস কর্মীরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কলকাতায় কৃষি বিল নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। যাদবপুরের সিপিএম বিধায়ক বলেন, গায়ের জোরে সংসদে কৃষি বিল পাস করানো হয়েছে।
কৃষি বিল নিয়ে টানা বিরোধীদের আক্রমণ এর জেরে কলকাতায় বিরোধীদের পালটা আক্রমণ করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, কোথাও এই বিল এর বিপক্ষে সাধারণ কৃষকরা পথে নামেনি। রাজনৈতিক কারণেই প্রতিদিন কলকাতায় আন্দোলন হচ্ছে। যারা আন্দোলন করছে তারাও কৃষক নয়। অনেকে টিভির পর্দায় মুখ দেখানোর জন্য কলকাতায় আন্দোলন করছে।
সাধারণ কৃষকদের বিরোধিতা না থাকলেও বিজেপি কৃষি বিল নিয়ে সাধারণ কৃষকদের কাছে পৌঁছবে। কৃষির বিলে সাধারণ কৃষকরা কতটা লাভবান হবেন তা বোঝানো হবে। আমিও কৃষি বিল নিয়ে কৃষকদের কাছে যাব বলে এদিন জানিয়েছেন অর্জুন সিং।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here