নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৯ ডিসেম্বর:
মালদা ও কালিঘাটের গণধর্ষণ নিয়ে বিধানসভায় আলোচনা চাইলেন বাম, কংগ্রেস বিধায়করা। সোমবার বিধানসভা শুরু হতেই বিরোধী দলের বিধায়করা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও বিধানসভায় আলোচনা চান। তবে বিরোধীদের দাবি মানেননি বিধানসভার অধক্ষ্য। এরপর বাম, কংগ্রেস বিধায়করা স্পিকারের কাছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মুলতুবি প্রস্তাব জমা করে। তবে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করেন। যার ফলে বাম, কংগ্রেস বিধায়করা বিধানসভা থেকে ওয়াক আউট করেন। যদিও ওয়াক আউট করার আগে বিরোধী দলের বিধায়করা অধক্ষের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পরেন। শেষে বাম ও কংগ্রেস বিধায়করা বিধানসভার বাইরে এসে স্লোগান তুলতে শুরু করেন।
Home কলকাতা ও শহরতলি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মুলতুবি প্রস্তাব খারিজ স্পিকারের, বিধানসভার বাইরে স্লোগান বাম...