
আমাদের ভারত, হাওড়া, ২৯ জুন: বাগনানের বাঙালপুরে মহিলার শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত বাবলু চ্যাটার্জির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকালে উলুবেড়িয়া আদালতের সামনে বিক্ষোভ দেখাল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। এদিন সমিতির সদস্যরা মিছিল করে এলাকায় ঘোরার পাশাপাশি অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হন। এদিন উলুবেড়িয়া আদালতের বিচারক আভিযুক্তকে ২ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।
অন্যদিকে বাগনানের গোপালপুরে মহিলা খুনের ঘটনায় দক্ষিণবঙ্গ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ্য থেকে বাগনান থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন পরিষদের প্রদেশ সম্পাদক সুরঞ্জন সরকার। এদিন তিনি অভিযোগ করেন, অভিযুক্ত দুজন শাসক দলের ঘনিষ্ট হওয়ায় তাদের কোনও না কোনও ভাবে আড়ল করার চেষ্টা হচ্ছে। এমনকি অপরাধ লঘু করে দেখানোর চেষ্টাও হচ্ছে। তিনি জানান, আমরা কলেজ ছাত্রীর মায়ের হত্যাকারীদের কোঠর শাস্তি, কলেজ ছাত্রীর সুরক্ষা ও শিক্ষার ব্যায়ভার বহন ও স্থায়ী কর্মসংস্থানের দাবি জানিয়েছি। ছাত্রীকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আবেদন জানানোর পাশাপাশি দ্বিতীয়বার যেন কোনও ছাত্রীর উপর এইরূপ নারকীয় অত্যাচার না হয় তার দাবিও জানান সুরঞ্জন সরকার। এদিন তিনি অভিযোগ করেন, সারা বাংলার প্রশাসনিক কাঠামোর নগ্ন রূপ সবার সামনে উন্মোচিত হয়েছে। সুরঞ্জন সরকার দাবি করেন, দিন বদলের পালায় মানুষ এর যোগ্য জবাব দেবে। কথায় আছে বিনাশ কালে বুদ্ধি নষ্ট, সুতরাং এই সরকারের বিনাশের সময় হয়ে গেছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, এই রক্তমাখা সরকার, হত্যাকাণ্ডের চলা সরকার যাতে দ্রুত নিপাত যায় তার চেষ্টা করবে আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।