“বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও” বামেদের কর্মসূচি গোয়ালতোড়ে

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ জানুয়ারি: লোকসভা ভোটের পর শাসক দলের ক্ষমতা যতটা খর্ব হয়েছে ঠিক ততটাই ক্ষমতা বৃদ্ধি করেছে গেরুয়া শিবির৷ তবে গেরুয়া শিবিরের পাশাপাশি বামেরাও আবার সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে। রবিবার গোয়ালতোড় এরিয়া কমিটির অন্তর্গত আমলাশুলি ৭ নম্বর অঞ্চলের আউলিয়া গ্রামে আজ জনসংযোগ কর্মসূচি ও পুরো গ্রামজুড়ে লাল পতাকা দিয়ে মুড়ে ফেলল সিপিএম। ক্ষমতা হারানোর পর দীর্ঘ ১০ বছর পর এই প্রথম কর্মসূচি করতে পারায় স্বভাবতই খুশি কর্মী সমর্থকরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির নেতা কমরেড হলধর সরেন, কমরেড বিশ্বনাথ মাজি, কমরেড হরিসাধন চক্রবর্তী, কমরেড ধনঞ্জয় মণ্ডল, কমরেড সনাতন মণ্ডল সহ অন্যান্যরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here