যাদবপুরে রেল লাইনে নেমে ট্রেন অবরোধের নেতৃত্ব দিলেন বাম বিধায়ক সুজন চক্রবর্তী

নীল বনিক, আমাদের ভারত, ৮ জানুয়ারি: যাদবপুর রেলস্টেশনে রেল অবরোধের নেতৃত্ব দিলেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। বুধবার সকালে যাদবপুরের বিধায়ক রেল লাইনে নেমে পড়েন। বনধ সমর্থকদের সঙ্গে গলা মিলিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন এই সিপিএম বিধায়ক। তিনি বলেন কেন্দ্রের জনবিরোধী কাজের জন্যই বামেরা বনধ করছে। কেন্দ্রীয় সরকার দেশের সব রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিকে বিক্রী করে দিচ্ছে। যা অতীতের সব রেকর্ডকে ম্লান করে দিয়েছে। মোদি সরকারের এমন জনবিরোধী নীতির জন্য বামেরা বনধ ডেকেছে বলে জানান যাদবপুরের সিপিএমের বিধায়ক। তারসঙ্গে এদিনের বনধ পুরোপুরি সফল হয়েছে বলে জানান তিনি। মানুষ বনধকে পুরোপুরি সফল করেছেন বলে জানান সুজন চক্রবর্তী।

অন্যদিকে পূর্ব রেলের শিয়ালদহ শাখায় সকাল থেকেই ট্রেন অবরোধ করেন সিপিএম সমর্থকেরা। সকাল ৬.১০টা নাগাদ প্রথম শ্যামনাগরে ট্রেন অবরোধ করেন সিপিএম সমর্থকরা। এরপর নৈহাটি, কাঁচড়াপাড়া সহ শিয়ালদহের মেন সেকশানে সব জায়গাতেই ট্রেন অবরোধ করেন সিপিএম সমর্থকরা। শিয়ালদহের দক্ষিণ শাখায়ও কয়েকটি জায়গায় ট্রেন অবরোধ হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here