বনধ সফল করতে মরিয়া চেষ্টা উত্তর ২৪ পরগণার বাম সমর্থকদের

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগনা, ২৬ নভেম্বর: সকাল থেকে জেলার বিভিন্ন জায়গায় চলছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। সকালেই বারাসাত চাপাডালি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম কর্মী সমর্থকরা। এমনকি যাত্রীবাহী বাস থেকে যাত্রী নামিয়ে ওই বাসের হাওয়া খুলে দেয় বলে অভিযোগ চালকের। নেতৃত্বে সিপিএম নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রাখা হয়। কোথাও কোথাও জাতীয় সড়কের উপর নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পুড়ানো হয়।

অন্যদিকে বনগাঁয় ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত ও বসিরহাটের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে বাণিজ্যে সচল রয়েছে, বনধের কোনও রকম প্রভাব পড়েনি। তার পাশাপাশি বনগাঁ, হাবড়া সহ বসিরহাটে আংশিক বাজার হাট বন্ধ থাকলেও রাস্তায় যানবাহন চলছে। অন্য দিনের তুলনায় মানুষজনের যাতায়াত অনেকটাই কম। দফায় দফায় অবরোধ করা হয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক।  রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 আজ বামফ্রন্ট ও তার সহযোগী দলের ডাকা দেশব্যাপী সাধারন ধর্মঘট সফল করতে সকাল থেকেই রাস্তায় নেমে পড়েছে বাম কর্মী সমর্থকরা। বারাসাত চাপাডালি মোড়ের রাস্তা আটকে বনধকে সফল করতে ফ্ল্যাগ হাতে স্লোগান দিতে থাকে বাম কর্মী সমর্থকরা। বারাসাত তিতুমীর বাস স্ট্যান্ড এ বাস মালিক দের সাথে ধস্তাধস্তি হয়। এরপর বারাসাত থানার পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here