কলকাতা অভিমুখে বামেদের লংমার্চ 

আমাদের ভারত, মেদিনীপুর, ৬ ডিসেম্বর: বুধবার খড়্গপুর থেকে শুরু হওয়া বামেদের লংমার্চ আজ রাতুলিয়া পৌঁছেছে। শিল্প ও চাকরির ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের মিথ্যা প্রতিশ্রুতি ও প্রতারণার প্রতিবাদে এবং মানুষের কাজ ও রুটি-রুজির দাবিতে বামেদের এই লংমার্চ কর্মসূচি। কাজ হারানো শ্রমিকদের কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং কৃষক শ্রমিক ছাত্র যুবদের মৌলিক চাহিদা গুলির দিকে নজর না দিয়ে তাদের বাড়িয়ে তোলা সঙ্কট ও দুর্দশার প্রতিবাদ এই লংমার্চে তুলে ধরা হয়েছে কবিতা স্লোগান ও বর্ণময় পতাকায়।

লংমার্চ মিছিলে সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার এবং সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রানাদের সঙ্গে হাঁটছেন জেলায় কারখানার জন্য জমিদাতাদের পরিবারের সদস্যরা এবং খড়গপুর শিল্প তালুকের বন্ধ হয়ে যাওয়া সতেরোটি কারখানার এগারোশো শ্রমিকের একটি প্রতিনিধি দল। মিছিলটি রাতুলিয়া পৌঁছানোর পর একটি সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন দীপক সরকার ও সন্তোষ রানা। এই লংমার্চ ১০ই ডিসেম্বর কলকাতায় পৌঁছে কেন্দ্রীয় সমাবেশে যোগ দেবে বলে পশ্চিম মেদিনীপুর জেলা বামফ্রন্ট সূত্রে জানানো হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here