ধর্মঘটের সমর্থনে মেদিনীপুর শহরে বামেদের মিছিল

জে মাহাতো, মেদিনীপুর, ২৪ নভেম্বর: দেশব‍্যাপী সাধারণ ধর্মঘটের দিন যত এগিয়ে আসছে প্রচারের গতিকে ততই তীব্রতর করছে বামেরা। কেন্দ্রের কৃষি আইন বাতিল, শ্রম আইন বাতিল এবং বেকারদের কর্মসংস্থানের দাবিসহ আরো অন‍্যান‍্য দাবিতে আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সহ অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। তারই সমর্থনে প্রচারকে তুঙ্গে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার সকালে মেদিনীপুর শহরে মিছিল করলো বামপন্থী শ্রমিক সংগঠন ও ফেডারেশনগুলি। এদিন বিদ‍্যাসাগর হল ময়দান থেকে মিছিল শুরু হয়ে, শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় বিদ‍্যাসাগর হল ময়দানে শেষ হয়। নেতৃত্ব দেন বিশ্বনাথ দাস, কীর্তি দে বক্সী, বিপ্লব ভট্ট, সারদা চক্রবর্তী, শৈলেন মাইতি সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here