পশ্চিম মেদিনীপুরে বামেদের ধিক্কার মিছিল ও পথসভা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ মার্চ: আজ পশ্চিম মেদিনীপুরের ২৯ টি জায়গায় হলো বামেদের ধিক্কার মিছিল ও পথসভা।

নির্বাচন পরবর্তী সময়ে ত্রিপুরা রাজ্যজুড়ে বামপন্থীদের উপর আরএসএস ও বিজেপির আক্রমণ, সন্ত্রাস, খুন, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তুলে এমন ঘটনা বন্ধের দাবি সহ পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল ও প্রসাশনের মদতে বিরোধীদের কন্ঠ স্তব্ধ করার অপচেষ্টার অভিযোগ তুলে এই ধিক্কার মিছিল ও পথসভা করা হয়। বাম কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ এই কর্মসূচিতে সামিল হন।

জেলা শহর মেদিনীপুর, মহকুমা শহর ঘাটাল ও খড়্গপুর রেল নগরীর তিনটি স্থান ইন্দা, প্রেমবাজার, খরিদাতে বিক্ষোভ মিছিল সহ প্রতিবাদ সভা হয়। মেদিনীপুর শহরের কলেজ ময়দান থেকে শহর বামফ্রন্টের ডাকে এই বিক্ষোভ মিছিলে মানুষের অংশ গ্রহণ নজর কাড়ে। মিছিল শহরের রিং রোড ধরে পাঁচ কিমি পথে পরিক্রমা করে। জেলার ওড়িশা সীমান্তবর্তী মোহনপুর, দাঁতন, জাহালদা, ধনেশ্বরপুর সহ নারায়ণগড়, বেলদা, কেশিয়াড়ী, গোপালী, মাদপুর, ডেবরা, সবং, পিংলা, দাসপুর, সোনাখালি, গোপীগঞ্জ, বেলতলা, ক্ষীরপাই, চন্দ্রকোনাটাউন, চন্দ্রকোনারোড, গড়বেতা, শালবনী, পীড়াকাটা, গোয়ালতোড়, আমলাশুলিতে বিক্ষোভ মিছিল হয়। মিছিল থেকে বিজেপি, আরএসএস সহ রাজ্যের পুলিশ প্রসাশনের বিরুদ্ধে ধিক্কার জানানো হয় বিক্ষোভ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here