
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৭ আগস্ট: জাতীয় শিক্ষা নীতি নিয়ে বাম কংগ্রেস রাস্তায় নামলেও আপাতত চুপ তৃণমূল। রাজ্যের শাসক দল এই ইস্যুতে যথেষ্ট সাবধানি। এখনও এ বিষয়ে কেন্দ্রকে আক্রমনের রাস্তায় হাঁটেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কেন্দ্রীয় সরকার অতীতে যে সিদ্ধান্ত নিয়েছে সবার আগে রাজ্যে পথে নেমেছেন মমতা বন্দ্যেপাধ্যায়। জিএসটি, নোটবন্দি, তিন তালাক, কাশ্মীর ইস্যু সবেতেই সবার আগে বিজেপি বিরোধিতায় সামিল হয়েছে ঘাসফুল। তবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে জলমেপে এগোতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এবিষয়ে তৃণমূলের মহাসচিব শুক্রবার তৃণমূল ভবনে বলেন, আমরা কমিটি তৈরি করেছি। রাজ্যের ছয় শিক্ষাবিদ নিয়ে কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটি আগামী ১৫ আগস্ট রিপোর্ট জমা করবে। সেই রিপোর্ট তৃণমূল বিশ্লেষণ করবে। তারপর তৃণমূল এই নিয়ে মতামত জানাবে বলে জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, নতুন শিক্ষানীতি নিয়ে আন্দোলনের পথে বামেরা। তাদের ছাত্র সংগঠন প্রতিদিন রাস্তায় নামছে। সেই সময় তৃণমূল সহ তাদের ছাত্র সংগঠন একেবারে চুপ করে বসে আছে। তবে ১৫ আগস্টের পর তৃণমূলের পদক্ষেপ কি হবে তা নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলের।