
সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ মে: পাড়ায় পাড়ায় কোয়ারেন্টাইন সেন্টার করা যাবে না। এই দাবিতে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভায় বিক্ষোভ দেখাল বাম প্রতিনিধিরা। শুক্রবার দুপুরে এক ঘন্টা ধরে সিপিএম সমর্থকরা অশোকনগর পুরসভার সামনে বিক্ষোভ দেখান।
পরিযায়ী শ্রমিকদের নিরাপদে রাখার জন্য পুরসভার বিভিন্ন ওয়ার্ডের ৩১টি প্রাইমারি স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। অভিযোগ, এনিয়ে বিভিন্ন পাড়ায় আতঙ্ক ছড়িয়েছে। পাড়ায় পাড়ায় এই সেন্টার করার বিরুদ্ধে এদিন বক্তব্য রাখেন প্রাক্তন কাউন্সিলার চিত্তরঞ্জন বিশ্বাস। এরপর পুরসভার মুখ্য প্রশাসক প্রবোধ সরকারকে ডেপুটেশন দেন বাম প্রতিনিধিরা।
প্রবোধ সরকার এদিন বলেন, কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে কিছু লোক। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে বোঝাচ্ছি। সব জায়গায় যাওয়া এখনও সম্ভব হয়নি। মানুষকে বোঝাচ্ছি, পরিযায়ী শ্রমিকরা কোথায় যাবে। এরা তো করোনা রোগী নয়। এদের কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হবে। মানুষকে বোঝানো সম্ভব হচ্ছে বলেও দাবি করেন তিনি।