পরিমাণে কম, তবুও ইলিশ এল ডায়মন্ড হারবারে

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৯ জুলাই: গত দু’বছর সেভাবে মেলেনি ইলিশ। তবে এবার কাটতে পারে খরা। অন্তত এমনটাই আশা করছেন মৎস্যজীবীরা। রবিবার ও সোমবার মিলিয়ে বঙ্গোপসাগর থেকে প্রায়
২৮টি ট্রলার, এক একটিতে প্রায় ৫০০ থেকে ৭০০ কেজি করে ইলিশ নিয়ে ফিরেছে। সেই মাছই এসেছে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে। এই মরশুমে এই প্রথম প্রায় ২০ হাজার কেজি ইলিশ ধরা পড়ল। একেবারে নতুন মাছ ধরা পড়ায় খুশি মৎস্যজীবীরা। তাঁদের দাবি, এই মরশুমেই আগামী কয়েকদিনের মধ্যে আরও ইলিশ ধরা পড়বে।

প্রতি বছরই কয়েক হাজার ট্রলার কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ড হারবার থেকে বঙ্গোপসাগরে যায় ইলিশ মাছ ধরতে। কিন্তু বিগত দু’বছর খরা গিয়েছে। সেভাবে কোনও ট্রলারই মাছ পায়নি, আর সেই কারণেই এবছর অনেক ট্রলার মালিক ট্রলার নামাননি জলে। কম পরিমাণ ট্রলার এবার জলে নামায় মৎস্যজীবীরা আশাবাদী ছিলেন যে এবার অনেক বেশি মাছ পাবেন যারা মাছ ধরতে গিয়েছেন। কিন্তু তবুও গত একমাস ধরে সেভাবে কোনও ট্রলারই মাছ পায়নি। এরই মধ্যে মন্দের ভালো হিসেবে এই ২৮টি ট্রলারের ভাগ্যে কয়েক হাজার কেজি ইলিশ জুটেছে। চাহিদার তুলনায় যোগান কম থাকায় ইলিশ বিকোচ্ছে চড়া দামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *