“ভারত হিন্দুরাষ্ট্র হোক, যেন দেখে যেতে পারি,” তথাগতের মন্তব্যে প্রতিক্রিয়া নেট নাগরিকদের

আমাদের ভারত, ১৪ সেপ্টেম্বর: আসাদউদ্দিন ওয়েইসি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, জ্ঞানবাপী মামলার অবস্থাও বাবরি মসজিদের মতো হবে। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তথাগত রায় বলেছেন, জন্মদিনে আজ এই মঙ্গলবার্তা শুনলাম। ভারত হিন্দু রাষ্ট্র হোক তা যেন দেখে যেতে পারি।

তথাগত রায় ফেসবুকে লিখেছেন, “আসাদউদ্দিন ওয়েইসি বলেছেন, “জ্ঞানবাপী মামলাও বাবরি মসজিদের দিকে যাচ্ছে, যা ভয় ছিল তাই হচ্ছে।”

আসাদউদ্দিন ওয়েইসির এই বক্ত্যের পর তথাগত রায় লিখেছেন, “জন্মদিনের প্রাক্কালে এমন মঙ্গলবার্তা শুনলাম! ভারত থেকে ব্রিটিশ ও তুর্কি-আফগান পরাধীনতার চিহ্ন নির্মূল হোক, ভারত হিন্দুরাষ্ট্র হোক, যেন দেখে যেতে পারি।”

ফেসবুকে এই পোস্টের ১৩ ঘন্টা বাদে বুধবার বেলা পৌনে ১২টায় লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৬০০, ৩৪২ ও ৩৫। সুমন দাশগুপ্ত লিখেছেন, “ভারত হিন্দু রাষ্ট্র হবেই।” সৌরদীপ সেনগুপ্ত লিখেছেন, “আপনার স্বপ্ন সফল হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আপনার এই স্বপ্নটি আমাদের অনেকেরই প্রধান স্বপ্ন।“

সঞ্জিত বারুলি লিখেছেন, “বাংলাদেশ আর পাকিস্তান যদি মোল্লা রাষ্ট্র হয় তবে ভারত কেন হিন্দু রাষ্ট্র হবে না দাদা?” দেবব্রত বোস লিখেছেন, “ভারত হিন্দু রাষ্ট্র হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। জয় শ্রী রাম, হর হর মহাদেব।” মিহির কুমার ঘোষ লিখেছেন, “ভারতবাসী বিশেষ করে বাঙালী হিন্দুদের সঠিক বার্তা দিয়ে সব দিক দিয়ে বলশালী করুন, এই কামনা করি।“

শাহবুল হক লিখেছেন, “ভারত থেকে সাদা চামড়ার ব্রিটিশরা গেলেও কালো চামড়ার ব্রিটিশরা আজও আছে। দ্বিতীয় কথা ভারত কোনোদিনও হিন্দুরাষ্ট্র হবে না, ভারত একটি স্বাধীন সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ গণপ্রজাতান্ত্রিক ভাবে থাকবে। আর আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
শাহবুলকে উদ্দেশ করে স্নেহাশিস নাগ লিখেছেন, “হিন্দুদের উদারতার জন্যই ওনার মত বড় মাপের মানুষকে অপমান করার স্পর্ধা দেখাচ্ছ। এজন্যই হিন্দু রাষ্ট্র হওয়া দরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *