মেদিনীপুরে চালু হল লেভেল-২ করোনা হাসপাতাল

আমাদের ভারত, মেদিনীপুর, ৬ এপ্রিল: সোমবার থেকে মেদিনীপুরে চালু হল লেভেল ২ করোনা হাসপাতাল। এবার থেকে করোনা আক্রান্ত রোগীদের আর বেলেঘাটা পাঠানো হবে না। এবার থেকে মেদিনীপুরেই চিকিত্‍সা হবে করোনা আক্রান্তদের। ইতিমধ্যেই আয়ুস হাসপাতালটিকে কোভিড হাসপাতাল লেভেল ১ করা হয়েছে। আজ মেদিনীপুর শহর লাগোয়া ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে মোহনপুরের একটি বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করে চালু করা হল কোভিড হাসপাতাল লেভেল-২।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্ক্রিনিং ও কনফার্মেটারি টেস্টের পর লেভেল-২ তে ভর্তি করা হবে এবং এখানেই চলবে আক্রান্তদের চিকিত্‍সা। লেভেল-২ তে ৫০ টি বেড রাখা হয়েছে, রয়েছে ভেন্টিলেশন, ডায়ালিসিসের ব্যবস্থা। বিশেষজ্ঞ চিকিত্‍সকও রাখা হয়েছে, থাকছে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী। আজ হাসপাতালের পরিকাঠামো দেখতে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা এবং জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *