করোনার জেরে প্রিমিয়াম জমার সময়সীমা বাড়াল এলআইসি

চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ২৩ মার্চ: করোনা ভাইরাসের জেরে ঘোষিত লকডাউনের প্রেক্ষিতে প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমা বাড়াল ভারতীয় জীবন বিমা নিগম (এলআইসি)। উদ্ভূত পরিস্থিতির জন্য বহু গ্রাহকই সঠিক সময়ে পলিসির প্রিমিয়াম দিতে পারবেন না। সেকথা মাথায় রেখেই বাড়ানো হয়েছে এই সময়সীমা। এলআইসি সূত্রে খবর, এই সময়সীমা বাড়িয়ে ১৫ এপ্রিল করা হয়েছে।

করোনা ভাইরাসের ছড়ানো রুখতে আজ থেকে দেশের ৭৫টি জেলায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। এরাজ্যে আপাতত ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত গণপরিবহণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি সমস্ত সরকারি এবং বেসরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেই জমা না-হওয়া প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল এলআইসি।

এমনিতে, এলআইসিতে সাধারণত ত্রৈমাত্রিক, ষান্মাসিক এবং বাৎসরিক প্রিমিয়াম জমা দেওয়ার রীতি চালু রয়েছে। প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে গ্রাহককে একমাস অতিরিক্ত সময় ছাড়ও দেয় এই রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা। আবার, সেই সব ছাড় দেওয়া সময় অতিক্রান্ত হয়ে গেলে গ্রাহককে ফাইনও গুণতে হয়। কিন্তু, এবার লকডাউনের জেরে এলআইসি অফিসগুলোও বন্ধ থাকবে। পাশাপাশি, গণপরিবহণ অচল থাকায় গ্রাহকরা সরাসরি এলআইসি অফিসে আসতেও পারবেন না। সেসব কথা মাথায় রেখেই প্রিমিয়াম জমার সময়সীমা বাড়ানো হল বলেই এলআইসি সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *