পুরুলিয়ার এলআইসি অফিসে কর্মবিরতি, বিক্ষোভ কর্মীদের    

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৪ ফেব্রুয়ারি: প্রতীকি ধর্মঘটের মধ্য দিয়ে এলআইসি শেয়ার বিক্রির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ জানালেন পুরুলিয়ার সংগঠিত কর্মচারীরা। বাজেটে এলআইসি’র শেয়ার বিক্রির ঘোষণার পর তোলপাড় গোটা দেশ। আর সেই আঁচ এবার পড়লো পুরুলিয়ায়। মঙ্গলবার এলআইসি’র শেয়ার বিক্রির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এক ঘন্টা প্রতীকি ধর্মঘটের মধ্য দিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন পুরুলিয়ার সংগঠিত কর্মচারীরা। এদিন পুরুলিয়া শহরের রেড ক্রস রোডে অবস্থিত এলআইসি কার্যালয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা। বিক্ষোভকারিরা জানান, এই কর্মসূচির মধ্য দিয়ে কেন্দ্রকে বার্তা দেওয়া হয়েছে, সাধারণ মানুষের গচ্ছিত আমানতকে সুরক্ষিত রাখতে কোনো ভাবে এলআইসি’র শেয়ার বিক্রি করা যাবে না। আগামী দিনে এর বিরুদ্ধে বৃহৎ আন্দোলনে যাওয়ার হুমকি দেওয়া হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে।
 
   

প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত শনিবার দেশের পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সময় এলআইসি’র শেয়ার আংশিকভাবে বিক্রি করার কথা ঘোষণা করেন। রাজকোষের ঘাটতি মেটাতে সরকারের এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। আর তার পর থেকেই এই নিয়ে তোলপাড় হয় সরা দেশে। রীতিমতো অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছেন দেশের কোটি কোটি আমানতকারীরা। শুধু আমানতকারীরাই নয়, একই পরিস্থিতি এজেন্টদেরও। তাঁদের উদ্বেগের কারণ হিসেবে জানান, এলআইসি’র শেয়ার বেসরকারি সংস্থার হাতে চলে গেলে সুনাম ও পারফর্মেন্স দুটোই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যাবে।
 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here