সরকারি দপ্তরে মদের আসর বসার অভিযোগ 

আমাদের ভারত, মেদিনীপুর, ৫ মার্চ: অফিসের মধ্যে রাত পর্যন্ত মদ্যপান ও হইহুল্লোড় করার অভিযোগ উঠল কেশপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক প্রশান্ত বিশ্বাসের বিরুদ্ধে। অফিসের মধ্যে পাওয়া গেছে মদের বোতল ও তরিতরকারির প্লেট। জানা গেছে, বুধবার রাত দশটা নাগাদ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অফিসে হইহুল্লোড় শুনতে পেয়ে স্থানীয় মানুষজন অফিসের ভেতরে গিয়ে দেখেন সেখানে যথারীতি মদ্যপান ও মচ্ছব চলছে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। তারা অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর দেওয়া হয় কেশপুর থানায়। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় কেশপুর থানার পুলিশ এবং বিডিও।

এবিষয়ে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ঘটনায়  চাঞ্চল্য ছড়িয়েছে জেলা প্রশাসন স্তরে। কেশপুরের বিধায়ক শিউলি সাহা জানিয়েছেন, এর মধ্যে শাষকদলের কেউ যুক্ত নেই। কিছু বহিরাগত মানুষকে নিয়ে অফিসের ভেতরে এইসব কাজ চলছিল। আমি বিষয়টি জেলাপ্রশাসন, বিডিও, জেলা ভূমি সংস্কার উন্নয়ন আধিকারিককে জানিয়েছি। বিডিও ইতিমধ্যেই উনার দপ্তর থেকে সন্দেহজনক বেশকিছু সি ও সংগ্রহ করে নিয়ে গেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষ। তদন্তের পরেই প্রশান্ত বিশ্বাসের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here