
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৬ মার্চ: আস্ত মদের দোকান লুট! চোরের কান্ড দেখে অবাক পুলিশ। রবিবার সকালে বালুরঘাটের চকভৃগু এলাকায় একটি মদের দোকানে এমন দুঃসাহসিক চুরির ঘটনা সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে যায় এলাকায়। রাতের অন্ধকারে দোকানের ছাদের টিন খুলে এবং দরজার তালা ভেঙ্গে প্রচুর পরিমাণে দেশি ও বিদেশি মদ নিয়ে পালিয়ে যায়
দুষ্কৃতিরা। চুরি করা হয়েছে ইনভার্টারের ব্যাটারিও।
যদিও দোকান মালিক প্রদীপ দাম ও প্রসেনজিৎ দেবদের দাবি, সব মিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার মদ চুরি গেছে। এদিন সকালে যে ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় এলাকায়। যে ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ। দোকান মালিকের সাথে কথা বলে ও দোকানের ভিডিও রেকর্ডিং করে এই ঘটনার তদন্ত শুরু করে বালুরঘাট থানার পুলিশ। তবে সরকারি লাইসেন্সপ্রাপ্ত ওই মদের দোকানে কেন সিসিটিভি ছিল না তা নিয়েই উঠেছে প্রশ্ন। যার সুযোগ নিয়েই এই চুরি হয়েছে বলেও প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।
দোকান মালিক প্রসেনজিৎ দেব ও কেয়ারটেকার বিশ্বনাথ পাহানরা বলেন, ঘরের ছাদের টিন কেটে দুষ্কৃতিরা ভেতরে ঢুকে চুরি করেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা।