পলাশী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা আপ্যায়ন করলো অতিথিদের

আমাদের ভারত, মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: যাদের কলরবে ভরে থাকে স্কুল চত্বর, বুধবার সেই ক্ষুদে পড়ুয়ারা আপ্যায়ন করলো অতিথিদের। সরস্বতী পুজো উপলক্ষে বুধবার স্কুলে একটি প্রীতি ভোজের আয়োজন করে মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের কচি কাঁচারা। মেনু কার্ডটিও করা হয় আকর্ষণীয়। কার্ডে উল্লেখ করা হয়েছে জল সংরক্ষণ ও গাছ বাঁচানোর বার্তা। মেনু কার্ডের শুরুতেই লেখা আছে, ‘বাঁচলে ওরা, বাঁচবো মোরা’।

এবছর শিক্ষামন্ত্রীর কাছ থেকে শিশুমিত্র পুরস্কার পেয়েছে এই স্কুল। স্কুলের পড়ুয়ারা এখানে ঘরের পরিবেশে পঠন পাঠন করতে পারে। তাই ১৬৫ জন ছাত্র ছাত্রীর কেউ স্কুল ছুট হয় না। প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র জানান, স্কুলে পাঠ দানের পাশাপাশি প্লাস্টিক বর্জন, জল বাঁচানো, গাছ না কাটা, পরিবেশ সচেতনতার পাঠ দেওয়া হয়। গ্রামের লোকজন স্কুলের সার্বিক উন্নয়নে সামিল হয়ে খুশি হয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here