লকডাউনে অত‍্যাবশ‍্যকীয় পণ‍্যকে ছাড় দেওয়া হয়েছে

চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ২২ মার্চ: রাজ‍্যজুড়ে কাল বিকেল ৪টে থেকে লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ‍্য। চলবে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। তবে, অত‍্যাবশ‍্যকীয় পণ‍্যকে লকডাউন থেকে ছাড় দেওয়া হয়েছে। রবিবার বিকেলে লকডাউনের সিদ্ধান্তের কথা জানিয়ে এক নির্দেশিকা জারি করে নবান্ন। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশিকায় সাত জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে, মুদি দোকান, রেশন দোকান থেকে শুরু করে গ‍্যাস, এটিএম-সহ যাবতীয় অত‍্যাবশ‍্যকীয় পণ‍্যকে লকডাউন থেকে ছাড় দেওয়া হয়েছে। বাজার খোলা থাকবে বলেও জানানো হয়েছে এই নির্দেশিকায়। নির্দেশিকায় জানানো হয়েছে কলকাতার পাশাপাশি ২৩টি জেলায় চলবে। খোলা থাকবে ফল, মাছ, মাংস, দুধের দোকান। লকডাউনের আওতার বাইরে থাকবে প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ‍্যাল মিডিয়া। আওতার বাইরে থাকবে হোম ডেলিভারিও।

বন্ধ থাকবে গুদাম, কারখানা, ওয়ার্কশপ। সঙ্গে বন্ধ থাকবে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস। তবে খোলা থাকবে ব‍্যাংকগুলো। কিন্তু, সেখানে চেক ক্লিয়ারিংয়ের মতো সামান‍্য কিছু কাজ চলবে। খোলা থাকবে ওষুধ এবং চশমার দোকান। বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন-সহ বিভিন্ন গণপরিবহণ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here