৩মের পরেও লকডাউন চালিয়ে যাওয়ার দাবি করবে পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্য

আমাদের ভারত, ২৬ এপ্রিল: দিল্লির কেজরিওয়াল সরকার আগেই বলেছে ১৬মে পর্যন্ত দিল্লিতে লকডাউন চালাতেই হবে। তার এই ঘোষণার ঠিক পরদিনই একই দাবি করল পশ্চিমবঙ্গে সহ আরও পাঁচ রাজ্য। ৩ মের পর হটস্পট এলাকাগুলিতে লকডাউন চালিয়ে যাবার দাবি জানালো পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ওড়িশা।

তবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, জানিয়েছে তারা কেন্দ্রের নির্দেশিকা অনুসরণ করবে। অন্যদিকে সোমবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের বৈঠক করবেন। আর এই বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অসম কেরালা এবং বিহার। এখনো পর্যন্ত তেলেঙ্গানায় লকডাউনে মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেছে।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে লকডাউন তোলার ব্যাপারে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা। প্রয়োজনে ৩ মের পর আরও ১৫ দিন লক ডাউন ঘোষণা করবেন তারা বলে জানিয়েছেন তিনি। সংক্রমিত এলাকাগুলিতে এই নির্দেশিকা বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *