উলুবেড়িয়া পুর এলাকায় আরও ১৪ দিন লকডাউন

আমাদের ভারত, হাওড়া, ২৭ জুলাই: উলুবেড়িয়া পুর এলাকায় নতুন করে আরও ১৪ দিন বেলা ১২টার পর থেকে দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। সোমবার উলুবেড়িয়া পুরসভায় এই উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক ইদ্রিস আলি, উলুবেড়িয়ার মহকুমাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশিষ মৌর্য, উলুবেড়িয়া ও বাউড়িয়া থানার পুলিশ আধিকারিক, উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতাল, উলুবেড়িয়া
ইএসআই হাসপাতাল ও বাউড়িয়া স্টেট জেনারেল হাসপাতালের প্রতিনিধিরা। সূত্রের খবর, এদিনের বৈঠকে আগামী ১২ আগস্ট পর্যন্ত উলুবেড়িয়া পুর এলাকায় লক ডাউন বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিনের এই বৈঠক সম্পর্কে বিধায়ক ইদ্রিস আলি জানান, প্রথম দফায় এই লকডাউনে পুর এলাকায় করোনা সংক্রমণ অনেকটাই কম হওয়ায় আরোও ১৪ দিন লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে
১ আগস্ট এই নিয়ম একটু শিথিল করা হবে। এদিন তিনি বলেন, দেখা গেছে পুর এলাকায় যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশই পুরুষ আর তাতে এটাই প্রমানিত পুরুষরা রাস্তায় বের হওয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে আর সেই কারণেই বেলা
১২টার পর থেকে দোকান বাজার বন্ধ রাখার এই সিদ্ধান্ত।

অন্যদিকে, পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস জানান, লকডাউন চলাকালীন বেলা ১২টার পর থেকে শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া আর কোনও দোকান খোলা রাখা যাবে না। এই নিয়মের বাইরে গিয়ে যদি কেউ দোকান খোলেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তাদের মতে এর ফলে কিছুটা হলেও সংক্রমণ কমবে।

প্রসঙ্গত, উলুবেড়িয়া পুর এলাকায় করোনা সংক্রমণ রুখতে ১৭ জুলাই থেকে বেলা ১২টার পর থেকে সমস্ত দোকান বাজার বন্ধ রাখা হচ্ছে আর এবার এই মেয়াদ ১২ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *