
সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৩ মার্চ: লকডাউন হচ্ছে পুরুলিয়া জেলা সদর। তার আগে রসদ জোগাড়ে ব্যস্ত পুরুলিয়াবাসী। এদিন সকাল থেকেই বিভিন্ন হাটে বাজারে ব্যাপক সংখ্যক মানুষ কাঁচা সবজি ক্রয় করেন। স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি দাম হলেও পরিস্থিতির কথা মাথায় রেখে বেশ কয়েক দিনের খাদ্যদ্রব্য নিয়ে বাড়িমুখো হন ক্রেতারা।
এদিকে পণ্যের কালোবাজারি রুখতে কড়া হাতে দমনের কথা বলল পুরুলিয়া জেলা প্রশাসন। জেলা সদর পুরুলিয়ায় লকডাউন সম্পর্কে সরকারি নির্দেশ নামা মেনে চলার জন্য জেলাবাসীকে আহ্বান জানান জেলাশাসক রাহুল মজুমদার। জেলা পুলিশ সুপার এস সিলভামুরগণকে সঙ্গে নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা দাবি করেন জেলাশাসক। বিভিন্ন হাটে বাজারে কালোবাজারি ও কৃত্রিম অভাব রুখতে নজরদারি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে বলে এদিন জানানো হয়। শুধু জেলাসদর পুরুলিয়া নয়, বরাবাজার, বলরামপুর, রঘুনাথপুর, ঝালদা, মানবাজার সহ প্রতিটি ব্লকে কালোবাজারি ও কৃত্রিম অভাব না করার জন্য ব্যবসায়ী ও বিক্রেতাদের সতর্ক করা হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকে প্রচার অভিযান চালানো হয় এই নিয়ে।