নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৭ জুলাই: করোনা আতঙ্কে এবার তালা পড়ল রাজ্য বিজেপির সদর দফতরে। কয়েকদিন আগেই হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর সহকারি করোনা ভাইরাসে আক্রান্ত। আক্রান্ত হয়েছেন কিশোর কর। এরপরেই রাজ্য বিজেপি নেতাদের ঘুম ছুটছে। যারা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেই সমস্ত বিজেপি নেতারা সবাই রাজ্য দফতরে আসতেন। তাই বাধ্য হয়ে এক প্রকার মুরলিধর সেন লেনের দরজা বন্ধ করতে বাধ্য হলেন রাজ্য বিজেপি নেতারা।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সদর দফতর বন্ধ করার কথা বলেছেন। তাতে মত দিয়েছেন রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ও। তাই শেষমেষ দরজায় নোটিশ দিয়ে একেবারে তালা ঝোলানো হল রাজ্য বিজেপির সদর দফতরে। আগামী ১৫ দিন পরে অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে রাজ্য বিজেপি সূত্রের খবর। দফতর বন্ধ থাকলে রাজ্য নেতারা নিজেদের ব্যাক্তিগত অফিস থেকে দল পরিচালনার কাজ করতে পারবেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।