তেলিনিপাড়ার ঘটনায় চুঁচুড়া থানায় হাজিরা দিলেন লকেট চট্টোপাধ্যায় ও অজুন সিং, দু’ঘন্টা বসিয়ে রাখার পর জেরা!

আমাদের ভারত, হুগলী, ৫ জুন: হুগলীর তেলিনিপাড়ার ঘটনায় চুঁচুড়া মহিলা থানায় হাজিরা দিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং সাংসদ অজুন সিং। প্রায় দু’ঘন্টা তাদের বসিয়ে রেখে জেরা করা হয় বলে অভিযোগ করেন তারা। সেখান থেকে বেড়িয়ে সাংসদ অর্জুন সিং চন্দননগর পুলিশ কমিশনারের অফিসে ঢোকার সময় গেটে পুলিশ তাদের আটকায়। এরপর পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। সামাজিক দূরত্ব শিকেয় তুলে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা।

পরে চুঁচুড়া থেকে ভদ্রেশ্বরের তেলিনিপাড়ায় যাওয়ার পথে আটকানো হয় লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু এবং বিজেপির জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়কে। জিটি রোডের তেঁতুলতলার কাছে তাদের আটকায় পুলিশ। পরে সবাই সেখানে কিছুক্ষণ অবস্থানে বসেন। সেখানেও চলে স্লোগান, বিক্ষোভ। অভিযোগ, বিজেপি কর্মীদের মিথ্যে কেস দিয়ে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। তার প্রতিবাদে ভদ্রেশ্বর থানার সামনে গত চার দিন ধরে জেলার কর্মীরা অবস্থানে বসেছেন। আজ সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং সায়ন্তন বসুর সেখানে যাওয়ার কথা ছিল। যদিও পরে সেখান থেকে চলে যান তারা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here